• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চ্যাম্পিয়নস লিগের ড্র আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৩:১৯ পিএম
চ্যাম্পিয়নস লিগের ড্র আজ

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো শেষ হয়েছে। এবার কোয়ার্টার ফাইনাল। এই রাউন্ডের জন্য আটটি কোয়ালিফায়ার দল পরের রাউন্ডে কে কার বিপক্ষে খেলবে তা নির্ধারণ করা হবে শুক্রবার (১৭ মার্চ)। সুইজারল্যান্ডের নিওনে ইউএএফএ‍‍`র সদর দফতরে অনুষ্ঠিত ইভেন্টটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে।

২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ড্রতে থাকবে এসি মিলান, বায়ার্ন মিউনিখ, বেনফিকা, চেলসি, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, নাপোলি ও রিয়াল মাদ্রিদ।

২০০৬ সালের পর প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে তিনটি ইতালীয় দল খেলবে। স্প্যানিশ দল হিসেবে একমাত্র প্রতিনিধিত্ব করবে রিয়াল মাদ্রিদ। বিশ্বের সেরা তারকা ত্রয়ী লিওনেল মেসি, নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই এবার ফুটবলের অন্যতম বড় এই টুর্নামেন্টের কোয়ার্টারের ড্র অনুষ্ঠিত হচ্ছে। মেসি, নেইমারের দল পিএসজি টুর্নামেন্ট থেকে বাদ পড়লেও রোনালদো ইউরোপীয় ক্লাবেই নেই।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ ১১ এপ্রিল এবং ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ ১৮ এবং ১৯ এপ্রিল নির্ধারিত হয়েছে ৷

Link copied!