• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
বিপিএল

দল নিয়ে আত্মবিশ্বাসী চামিন্দা ভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৩, ০৪:৪৯ পিএম
দল নিয়ে আত্মবিশ্বাসী চামিন্দা ভাস
ফাইল ছবি

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটরসের হেড কোচের দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তী পেস বোলার চামিন্দা ভাস। আসর মাঠে গড়ানোর মাত্র তিনদিন আগে দলের সাথে যোগ দিলেও দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

টানা তৃতীয় দিনের মতো হোম অফ ক্রিকেট মিরপুরের একাডেমি মাঠে দলীয় অনুশীলন করেছে ঢাকা। মঙ্গলবার (৩ জানুয়ারি) প্রথমবারের মতো হেড কোচ হিসেবে অনুশীলনে যোগ দিয়েছেন ভাস।

অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই লঙ্কান। সেখানে তিনি তার দলের সম্ভাবনা, প্রস্তুতি নিয়ে কথা বলেছেন।

ভাস বলেন, “আমাদের প্রস্তুতি বেশ ভালো হচ্ছে। টুর্নামেন্ট শুরু হতে এখনও চারদিন বাকি, ছেলেরা মাঠে নামার জন্য মুখিয়ে আছে। আমাদের সৌম্য সরকার, তাসকিন আহমেদের মতো কোয়ালিটি খেলোয়াড় রয়েছে।”

প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের কোনো দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন ভাস। হেড কোচ হিসেবে অভিষেক টুর্নামেন্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত ও নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী তিনি।

“হ্যাঁ, আমি দারুণ উচ্ছ্বসিত, বিশেষ করে বিপিএলে কাজ করতে মুখিয়ে আছি। আমি আমাদের দল নিয়ে খুবই আত্মবিশ্বাসী” যোগ করেন ভাস।

আসরের দ্বিতীয় দিন মাঠে নামবে ঢাকা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। 

Link copied!