• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

আর্জেন্টিনার পর ব্রাজিলেরও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৪, ২০২৩, ১১:১৪ এএম
আর্জেন্টিনার পর ব্রাজিলেরও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়

কোয়ার্টার ফাইনালের অভিশাপই যেন কাটাতে পারছে না ব্রাজিল। কাতার বিশ্বকাপে ব্রাজিল জাতীয় দল পুর্ণ শক্তি নিয়েও হেরে যায় কোয়ার্টার ফাইনালে। টাইব্রেকারে নেইমারদের হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করে রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া। এবার অনূর্ধ্ব-২০ দলও হেঁটেছে বড়দের পথে।

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল ব্রাজিল। তবে পরের রাউন্ডে আর যাওয়া হলো না তাদের। তুমুল উত্তেজনাপূর্ণ নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ইসরাইয়েল। 

এর আগে লাতিন আমেরিকার আরেক দেশ আর্জেন্টিনাও নাইজেরিয়ার কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে। অবশ্য টুর্নামেন্টে বাছাই পর্বই পার হতে পারেনি লিওনেল মেসির উত্তরসূরীরা। তবে স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপের মুলমঞ্চে জায়গা করে নিয়েছিল তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলেও পথচলা থামে নকআআউটের প্রথম ম্যাচেই। 

Link copied!