• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বর্ণবাদের প্রতিবাদে দুটি আফ্রিকান দেশের বিপক্ষে খেলবে ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০১:০৬ পিএম
বর্ণবাদের প্রতিবাদে দুটি আফ্রিকান দেশের বিপক্ষে খেলবে ব্রাজিল

ফুটবল বিশ্বে বর্ণবাদ বেশ আলোচিত নাম। সাম্প্রতিক সময়ে ভিনিসিয়াস জুনিয়র বেশ কয়েকবার বর্ণবাদের শিকার হয়েছেন। ব্রাজিল তাদের রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের সমর্থনে বর্ণবাদ বিরোধী প্রচারণার অংশ হিসেবে দুটি আফ্রিকান দেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ব্রাজিলিয়ান এফএ (সিবিএফ) শুক্রবার জানিয়েছে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ১৭ জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে এবং তিন দিন পর লিসবনে সেনেগালের মুখোমুখি হবে।

রোববার ভ্যালেন্সিয়ায় একটি লা লিগা ম্যাচে ২২ বছর বয়সী ভিনিসিয়াস জুনিয়র বর্ণবাদী আচরণের শিকার হন। এই ঘটনার পরে এই সপ্তাহান্তে শুরু হওয়া ব্রাজিলিয়ান লিগের ম্যাচে বর্ণবাদের বিরুদ্ধেও সিবিএফ প্রচারণা শুরু করেছে।

"বর্ণবাদের সাথে কোনো আপস  নেই" স্লোগানের সাথে সিবিএফ এর নতুন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেসের অধীনে ২০২২ সালে শুরু হওয়া লড়াইকে প্রসারিত করার লক্ষ্য রয়েছে। তিনি ফুটবল কর্তৃপক্ষ এবং ব্রাজিলের বিচার ব্যবস্থাকে বর্ণবাদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি প্রয়োগ করতে দেখে আইনে পরিবর্তনের জন্য চাপ দিয়েছিলেন। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমরা চাই ব্রাজিল বিশ্বব্যাপী বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিক।" 

Link copied!