• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৮, ২০২৩, ০২:০২ পিএম
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল

প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘুরে দাঁড়িয়েছিল ব্রাজিল। টানা দুই ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে অনূর্ধ্ব-২০ ব্রাজিল দল।

গ্রুপের শেষ ম্যাচে লা প্লাতায় দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও নাইজেরিয়া। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল আদায় করে ব্রাজিল। মযাচের বাকি অংশ কেবল প্রতিপক্ষকে সামলে রেখেছে তারা।
ম্যাচের ৪৩ মিনিটে প্রথম গোল আদায় করেন জিন পেদ্রসো। অতিরিক্ত সময়ের ২ মিনিটে দ্বিতীয় গোল পান মার্কুইনহোস।

গ্রুপের প্রথম ম্যাচে ইতালির কাছে হেরে বেশ বড়সড় ধাক্কা খায় নেইমারদের উত্তরসূরীরা। শঙ্কা ছিল দ্বিতীয় রাউন্ডে যেতে পারবে তো সেলেসাওরা! কারণ বেশ কঠিন গ্রুপেই পড়েছিল তারা। তবে সব শঙ্কা উড়িয়ে দ্বিতীয় ম্যাচে ডোমিনিকা রিপাবলিকানকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তৃতীয় ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ব্রাজিল।

গ্রুপ ‍‍`ডি‍‍` এর চ্যাম্পিয়ন ব্রাজিল। ইতালি দ্বিতীয় স্থান নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে। ব্রাজিল ও আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে মাঠে নামছে ৩১ মে। তবে তাদের প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি।
 

Link copied!