• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ব্রাজিলের অস্থায়ী নতুন কোচের নাম ঘোষণা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০২৩, ১০:০৫ এএম
ব্রাজিলের অস্থায়ী নতুন কোচের নাম ঘোষণা

ফুটবলের শেষ আসরে ব্যর্থ হয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। কাতার বিশ্বকাপে ব্যর্থতার জের ধরে দল ত্যাগ করেছিলেন ব্রাজিল কোচ তিতে। তার সরে দাঁড়ানোর পর ব্রাজিলের কোচের পদ শূন্যই আছে। বছরের মাঝামাঝি সময়ে দলের প্রধান কোচের বিষয়ে ঘোষণা আসতে পারে।

তবে এর আগে প্রীতি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। দুইটি প্রীতি ম্যাচে দলের খেলোয়াড়দের দিক নির্দেশনা দেবেন কোচ র‍্যামন মেনেজেস। তিনি ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা পাইয়ে দিয়েছেন।

নতুন কোচের ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি বলেন, "র‍্যামন মেনেজেস বিশেষ ধন্যবাদ প্রাপ্য। তিনি বেশ সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে এমন লোক চাই যিনি নতুন এবং সাহসী। তিনি আমাদের জুনিয়র দলটিকে উন্নত পদ্ধতিতে খেলার কৌশল শিখিয়েছেন।"

খেলোয়াড়ি জীবনে খুব একটা সফল নন র‍্যামন। তবে কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ তার। ২০১৫ সাল থেকে সফলতার সঙ্গে তিনি কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

Link copied!