• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

এবারের মতো বিপিএল শেষ মাশরাফির


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৩:৩৪ পিএম
এবারের মতো বিপিএল শেষ মাশরাফির
মাশরাফি বিন মর্তুজা। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দুই মেয়াদ ধরে তিনি সংসদ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। সেইসঙ্গে এবার যুক্ত হয়েছে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব। এই দায়িত্ব পাওয়ার পর থেকে তার ব্যস্ততা আরও বেড়েছে। এ ছাড়া ফিটনেস নিয়েও ভুগছিলেন। সব মিলিয়েই বিপিএল থেকে বিরতিতে যান তিনি। 

হয়তো এবারের মতো তার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ। সবকিছু ঠিক থাকলে হয়তো বাংলাদেশের এই ক্রিকেটের পরের আসরে তাকে পাওয়া যাবে। এমনটিই জানা গেল তার দল সিলেটের কাছ থেকে।

মাশরাফিকে নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন সিলেটের প্রধান কোচ রাজিন সালেহ। তিনি বলেন, ‘ওর (মাশরাফি) সম্ভাবনা খুবই কম। সত্যি বলতে ওর অফিস নিয়ে খুব ব্যস্ত। যার কারণে এখন পারবে না। হয়তো পরের বছর আবার ভালোভাবে কামব্যাক করবে। মাশরাফির সাথে সবসময় আমাদের কথা হয়। কীভাবে কী করা যায় এসব নিয়ে ম্যানেজমেন্ট ওর সাথে কথা বলে।’

টুর্নামেন্টে ৯ ম্যাচে এখন পর্যন্ত ৩ জয় পেয়েছে সিলেট। তবুও প্লে-অফের আশা করছেন প্রধান কোচ রাজিন, ‘আশা করছি ৩টি ম্যাচ যদি জিততে পারি, হয়তো প্লে-অফ খেলতে পারব। আমরা তো ৩টি ম্যাচ জিতেছি। এখনও আশায় আছি। বাকি ৩টি ম্যাচ জেতার জন্য যাব। বাকিটা দেখা যাক।’

 

Link copied!