• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

পেগুলাকে হারিয়ে বোল্টারের চমক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৬:০৩ পিএম
পেগুলাকে হারিয়ে বোল্টারের চমক
ম্যাচ জয়ী বোল্টারকে (বাঁয়ে) অভিনন্দন জানাচ্ছেন পেগুলা। ছবি: সংগৃহীত

গ্রেট ব্রিটেনের নারী টেনিস তারকা কেটি বোল্টার তার ক্যারিয়ারের সবচেয়ে দামি জয় পেয়েছেন বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলার বিপক্ষে। 

তবে ২৯ বছর বয়সী বোল্টার এককে জিতলেও গ্রেট ব্রিটেনকে অস্ট্রেলিয়ার  ইউনাইটেড কাপের এই টিম ইভেন্টে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেননি।  

বোল্টার বিশ্বে এখন ৫১ নম্বর নারী খেলোয়াড়। উদ্বোধনী একক ম্যাচে তিনি ৫-৭, ৬-৪ ৬-৪ ব্যবধানে জিতেছেন পেগুলার বিপক্ষে।

কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজ ব্রিটেনের ক্যামেরন নরিকে পরাজিত করলে ম্যাচ জমে উঠে। পরে দ্বৈত ইভেন্টে ফ্রিটজ ও পেগুলা ব্রিটিশ জুটি বোল্টার ও নিল স্কুপস্কিকে পরাজিত করেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ২-১ ম্যাচে জিতে যায়। 

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জিতলে ব্রিটেন পার্থেও এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে পারতো। তাদের এখন অপেক্ষা করতে হবে যুক্তরাষ্ট্র ও স্বাগতিক অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য।  

 

Link copied!