• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
চ্যাম্পিয়ন্স লিগ

বার্নাব্যুতে গিয়ে ড্র করল সিটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৯:২৮ এএম
বার্নাব্যুতে গিয়ে ড্র করল সিটি

চ্যাম্পিয়নস লিগে মঙ্গলবার (৯ মে) রাতে অনুষ্ঠিত রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির সেমিফাইনালের প্রথম লেগে জেতেনি কেউই। ম্যাচ হয়েছে ড্র ১-১ গোলে। ম্যাচের প্রথমার্ধে ভিনিসিয়ুসের গোলে রিয়াল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে সিটিকে সমতায় ফেরান কেভিন ডি ব্রুইনা।

রিয়াল তারকা ভিনি সম্পর্কে দলের কোচ আনচেলত্তি বলেছিলেন, “এই মুহূর্তে বিশ্বের সেরা ফল নির্ধারক খেলোয়াড়। চাপের মুখে দলকে গোল এনে দেওয়ার সামর্থ আছে তার।”  

রিয়ালের জয়ের স্বপ্ন ভেঙে দেন সিটি তারকা কেভিন ডি ব্রুইনা। দ্বিতীয়ার্ধে ভিনির দুর্দান্ত গোলের জবাবে এক দারুণ গোল দিয়ে ম্যাচ সমতায় আনেন এ বেলজিয়ান তারকা। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সিটির শুরু ছিল আক্রমণাত্মক। গতিময় ও পাসিং ফুটবল খেলে ম্যাচের প্রথম মিনিট থেকেই মাঠ দখলে নেয় ইতিহাদের ক্লাব। ম্যাচের ৭ মিনিটেই রিয়ালের রক্ষণে হুমকি তৈরি করেন হালের সেনসেশন আর্লিং হলান্ড। পরের সিটির সব আক্রমণ দারুণ একেক সেইভে বাঁচিয়ে দেন রিয়ালের গোলকিপার কোর্তোয়া।

পরের লেগ দুই দল মুখোমুখি সিটির মাঠে। সেই ম্যাচটিতেই নির্ধারণ হবে কে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। অন্য দিকে আজ রাতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মিলানের দুই ক্লাব—ইন্টার মিলান ও এসি মিলান। 

Link copied!