• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

হ্যারি কেইনে ভর করে শেষআটে বায়ার্ন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৪, ০৬:৪৮ পিএম
হ্যারি কেইনে ভর করে শেষআটে বায়ার্ন
জোড়া গোল করেন বায়ার্নের হ্যারি কেইন। ছবি: সংগৃহীত

বলা যায় প্রায় একাই বাজিমাত করলেন হ্যারি কেইন। ইংল্যান্ড ফুটবল অধিনায়কের জোড়া গোলে প্রথম লেগের ঘাটতি পুষিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে উঠল জার্মানীর বায়ার্ন মিউনিখ।

আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ইতালির লাৎসিওকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। প্রথম লেগে ০-১ গোলে হেরেছিল বায়ার্ন। এগ্রিগেটে তাদের জয় ৩-১ ব্যবধানে।

বর্তমান সময়ে বায়ার্নের পারফরম্যান্স ভালো হচ্ছে না। বুন্দসলিগায় শীর্ষে থাকা বায়ার লেভারকুজেনের থেকে ১০ পয়েন্টে পিছিয়ে পড়ায় টমাস টুখেলের দলের লিগ শিরোপার আশা প্রায় শেষ। 

চতুর্দশ মিনিটে প্রথমবার লাৎসিও গোলরক্ষকের পরীক্ষা নেন জামাল মুসিয়ালা। দূর থেকে তার নেওয়া জোরাল শট ঝাঁপিয়ে রুখে দেন ইভান প্রোভেদেল। তিন মিনিট পর কেইনের শটে বল একজনের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

৩৮ মিনিটে প্রথম গোল পায় বায়ার্ন। টমাস মুলারের হেড পাস বক্সে পেয়ে ঠিকমতো শট নিতে পারেননি রাফায়েল গেররেইরো, তবে তার পা হয়ে বল পেয়ে যান কেইন। একটু নিচু হয়ে হেডে দলকে সমতায় ফেরান ইংলিশ স্ট্রাইকার।

দুই মিনিট পর বায়ার্নের আরেকটি দারুণ আক্রমণ। তবে মুসিয়ালার কোনাকুনি শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করে তারা। কর্নারের উড়ে আসা বল ভলি করেন মাটাইস ডি লিখট। বল দূরের পোস্ট দিয়ে লক্ষ্যেই ছিল, মুলারের ছোঁয়ায় তা নিশ্চিত হয়ে যায়; ছয় গজ বক্সের মুখ থেকে হেডে ম্যাচের স্কোরলাইন ২-০ করেন তিনি।

৬৬ মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে লড়াইয়ের নিয়ন্ত্রণ নেয় বায়ার্ন। লেরয় সানের জোরাল শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকালেও দলকে বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল ছয় গজ বক্সের মুখে ফাঁকায় পেয়ে অনায়াসে নিজের দ্বিতীয় গোলটি করেন কেইন।

 

 

Link copied!