• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

‘বার্সা এখনও বেঁচে আছে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৪, ০৪:৫৩ পিএম
‘বার্সা এখনও বেঁচে আছে’
জাভি এর্নান্দেস। ছবি : সংগৃহীত

জাভি এর্নান্দেসের কণ্ঠে এখন দারুণ প্রশান্তি। পিএসজির মাঠে দারুণ এক জয়ের পর উচ্ছ্বসিত এই বার্সেলোনা কোচ। গত কয়েক বছরে চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল হয়ে উঠেছিল তাদের জন্য দুঃস্বপ্নের। এবার সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গিয়ে বার্সেলোনার অস্তিত্বের জানান দিল বলেই মনে করেন কোচ। দারুণ এই জয়ের পরও অবশ্য দ্বিতীয় লেগে প্রতিপক্ষকেই ফেভারিট মনে করছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বুধবার পিএসজিকে তাদের মাঠেই ৩-২ গোলে হারায় বার্সেলোনা।

রাফিনিয়ার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের প্রথম পাঁচ মিনিটের মধ্যে উসমান দেম্বেলে ও ভিতিনিয়ার গোলে এগিয়ে যায় পিএসজি। তবে রাফিনিয়াই আরেকটি গোল করে সমতায় ফেরান বার্সেলোনাকে। পরে বদলি নামা আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনের গোল জিতিয়ে দেয় শাভির দলকে।

জাভির কণ্ঠে এখন স্বস্তি। তিনি বলেন, ‘আশা করি, দুঃসময় এখন অতীত। সাম্প্রতিক বছরগুলোয় চ্যাম্পিয়ন্স লিগে আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। এই জয় প্রমাণ করে দিচ্ছে, বার্সা এখনও বেঁচে আছে।’

তিনি আরও বলেন, বিশ্বের সেরা দলগুলির বিপক্ষে কীভাবে খেলতে হবে, তা বুঝতে পেরেছিলাম আমরা। সামান্য ব্যবধানে এগিয়ে আছি আমরা। তবে এই জয় আমাদের শহরে ও আমাদের সমর্থকদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে।’

পিএসজির সেরা তারকা কিলিয়ান এমবাপেকে এ দিন পুরোপুরি নিষ্ক্রিয় করে রেখেছিল বার্সেলোনার রক্ষণভাগ। লক্ষ্যে কোনো শটই নিতে পারেননি এই ফরোয়ার্ড। এছাড়াও ম্যাচজুড়েই বার্সেলোনার রক্ষণভাগের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দলের জয়ের কৃতিত্ব রক্ষণভাগকে দিলেন কোচ।

জাভি বলেন, ‘আজকে আমরা ভালো খেলতে পেরেছি, কারণ রক্ষণে আমরা ঐকতাবদ্ধ ছিলাম। দলকে নিয়ে আমি গর্বিত, সবকিছু খুব ভালো কাজে দিয়েছে আজ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতে নিজেদের সংযোগ ভালো করতে হবে আমাদের। সময়ের সঙ্গে আমরা আঁটসাঁট হতে পেরেছি এবং কঠিন হয়ে ওঠা ম্যাচটি বের করে নিতে পেরেছি।’

 

Link copied!