• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

মিরপুরে হেরে ১-১-এর সমতায় সিরিজ শেষ বাংলাদেশের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩, ০৩:৩১ পিএম
মিরপুরে হেরে ১-১-এর সমতায় সিরিজ শেষ বাংলাদেশের
নিউজিল্যান্ডর বিপক্ষে সিরিজ জেতা হলো না বাংলাদেশের (ছবি সংগৃহীত)

মিরপুর টেস্টটি জিতলেই ইতিহাস গড়ত বাংলাদেশ। প্রথমবারের মতো নিউজিল্যান্ডর বিপক্ষে টেস্ট সিরিজ জেতার কীর্তি গড়তে পারত। কিন্তু দ্বিতীয় টেস্টটি ৪ উইকেটে জিতে ১-১ এর সমতায় সিরিজ শেষ করল সফরকারীরা।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ১৩৯ রানে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায়। এতে টেস্টটি জিততে ১৪৮ রানের লক্ষ্য পায় নিউজিল্যান্ড।

স্বল্প পুঁজি নিয়েও বল হাতে দারুণ লড়েন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তাদের ঘূর্ণিতে ৬৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এতে জয়ের সুবাস পেতে শুরু করে টাইগার শিবির। কিন্তু গ্লেন ফিলিপস ও মিশেন স্যান্টনারের দৃঢ়তায় জয় তুলে নেয় কিউইরা।

ফিলিপস ৪০* ও স্যান্টনার ৩৫* রানে অপরাজিত থাকেন। এ ছাড়া টম ল্যাথাম ২৬ ও ড্যারিল মিচেল ১৯ রান করেন।

বাংলাদেশের হয়ে মিরাজ নিয়েছেন ৩ উইকেট। এ ছাড়া তাইজুল ২টি ও শরিফুল ইসলাম একটি উইকেট নিয়েছেন। 

Link copied!