নারী এশিয়া কাপে শনিবার (৮ অক্টোবর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারত মুখোমুখি লড়াইয়ে নেমেছে। টস হেরে টাইগ্রেসরা ফিল্ডিংয়ে নামে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে সফরকারীরা।
ভারতের মেয়েরা ইনিংসের শুরু থেকেই বাংলাদেশের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তাদের প্রথম উইকেটের পতন ঘটে দলের ৯৬ রানে। হারমনপ্রীত কৌরের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া স্মৃতি মান্ধানা ব্যক্তিগত ৪৭ রানে রানআউট হন। আর মাত্র ১৮ রান যোগ করে আরেক ওপেনার শেফালি ভার্মা রুমানা আহমেদকে উইকেট তুলে দেন। শেফালি ৪৪ বলে ৫৫ রান করেন। এই উইকেটের পতনের পর দ্রুতই ফেরেন রিচা ঘোষ। তিনি আউট হন ১২৫ রানে। এই রানেই পরপর দুই উইকেটের পতন ঘটে।
তবে জেমিমা রদ্রিগেস একপ্রান্ত আগলে রান তুলতে থাকেন। তার ব্যাট থেকে আসে ২৪ বলে অপরাজিত ৩৫* রান। ভারতের ইনিংস থামে ৫ উইকেটে ১৫৯ রানে।
বাংলাদেশের রুমানা আহমেদ তিনটি উইকেট পান। একটি উইকেট পান সালমা খাতুন।
                
              
																                  
                                                        
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    


































