• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু বাংলাদেশের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৩, ১২:৫৯ পিএম
হার দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু বাংলাদেশের
শূন্য রানেই আউট হন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। ছবি: সংগৃহীত

দেশের মাটিতে টেস্ট ক্রিকেট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করলেও নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ হার দিয়ে শুরু করলো ওয়ানডে সিরিজ। রোববার প্রথম ম্যাচে বৃষ্টি আইনে স্বাগতিক কিউইদের কাছে ৪৪ রানে হেরে গেছে টাইগাররা।  

বৃষ্টির কারণে ৩০ ওভারে টস হারা নিউজিল্যান্ড ৭ উইকেটে ২৩৯ রান করে। বাংলাদেশকে জয়ের টার্গেট দেওয়া হয় ২৪৫ রান। সেখানে বাংলাদেশ ৯ উইকেটে ২০০ রান করতে পেরেছে।   

নিউজিল্যান্ডের উইল ইয়ং ১০৫ রানের সেঞ্চুরি করেন। আর অধিনায়ক টম লাথাম করেন ৯২ রান। 

বাংলাদেশের শরিফুল ইসলাম ২টি এবং মেহেদি হাসান মিরাজ ১টি উইকেট লাভ করেন। 

বাংলাদেশের ইনিংসে আনামুল হক বিজয় ৪৩, আফিফ হোসেন ৩৮, তৌহিদ হৃদয় ৩৩, মিরাজ অপরাজিত ২৮, লিটন দাস ২২ ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত ১৫ রান করেন।  

কিউই দলের অ্যাডাম মিলনে, ইশ সোধি ও জস ক্লার্কসন ২টি করে এবং জ্যাকব ডাফি, রাচীন রবন্দ্রি ও উইলিয়াম ও’রুর্ক ১টি কওে উইকেট লাভ করেন।

ম্যাচসেরা হন বিজয়ী দলের সেঞ্চুরি করা উইল ইয়ং।

আগামী ২০ ডিসেম্বর নেলসনে দ্বিতীয় ওয়ানডে মুখোমুখি হবে দুই দল। 

এর আগে বাংলাদেশের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে স্বাগতিকরা ১৫০ রানে জয়লাভ করে। যা অনুষ্ঠিত হয় সিলেটে। আর ঢাকার মিরপুরে দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ড জয়ী হয় ৪ উইকেটে।    
 

Link copied!