• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

‘হ্যাটট্রিক’ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১১:৪৭ এএম
‘হ্যাটট্রিক’ সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচ থেকেই শুরু হয়েছিল বাংলাদেশের জয়ের ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতায় টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। এবার টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। এই সিরিজে জয় পেলে টানা তিন সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

আজ বুধবার (২৯ মার্চ) আইরিশদের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

এই ম্যাচে জিততে পারলেই সিরিজ হাতের মুঠোয় চলে আসবে সাকিব আল হাসানদের। সিরিজের প্রথম ম্যাচ টস হেরে বাংলাদেশ দুর্দান্ত ব্যাটিং করে। তাদের রান ছাড়িয়ে যায় দুইশত। তবে বৃষ্টি এসে বাগড়া দেয়।

বৃষ্টির পর আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৮ ওভারে ১০৪ রান। বাংলাদেশ বোলিংয়ের শুরুটা এলোমেলো করে নিজেদের চাপে ফেলে দেয়। তবে তাসকিন আহমেদের চার উইকেট ও অধিনায়ক সাকিবের টাইট বোলিংয়ে অনায়াসে ২২ রানে জয় তুলে নেয় বাংলাদেশ।

একদিন বিরতি দিয়েই সিরিজ নিশ্চিত করার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ দল। তবে অধিনায়ক সাকিব ব্যস্ত সময় পার করেছেন বিজ্ঞাপনের কাজে। বাকিরা টিম হোটেলেই হালকা ব্যায়াম ও ফিটনেসের কাজ সেরে নেন।

অন্যদিকে, সফরকারী দলও মঙ্গলবার অনুশীলন করেনি। প্রথম টি-টোয়েন্টিতে খেলা আইরিশ ক্রিকেটাররা অনুশীলন না করলেও স্কোয়াডের অন্যদের সঙ্গে টেস্ট দলের ক্রিকেটাররা সকালের প্রায় পুরোটা সময় অনুশীলন সেরে নেন।  

Link copied!