• ঢাকা
  • রবিবার, ১৬ জুন, ২০২৪, ২ আষাঢ় ১৪৩১, ৯ জ্বিলহজ্জ ১৪৪৫

‘যুক্তরাষ্ট্রকে হয়তো গুরুত্ব দেয়নি বাংলাদেশ’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২২, ২০২৪, ০২:২৭ পিএম
‘যুক্তরাষ্ট্রকে হয়তো গুরুত্ব দেয়নি বাংলাদেশ’
হারমিত সিং। ছবি : সংগৃহীত

ক্রিকেট বিশ্বে একেবারেই নবীন দেশ যুক্তরাষ্ট্র। অথচ তারাই এবার বড় অঘটনের জন্ম দিলো। আয়ারল্যান্ডের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ের রেকর্ড আগেই ছিল। দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে এবার তারা বাংলাদেশকে হারিয়ে ইতিহাস গড়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য যুক্তরাষ্ট্র ৩ বল এবং ৫ উইকেট হাতে রেখেই পেরিয়েছে। জিতেছে ৫ উইকেটে। রানতাড়ার পথে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসন অনায়াসে চার-ছয় হাঁকিয়েছেন মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামদের বলে। এক্ষেত্রে মোস্তাফিজদের দুর্বলতা বের করেছেন ১৩ বলে ৩৩ রান করে ম্যাচসেরা হওয়া হারমিত।

ম্যাচ শেষে হারমিত জানান, ‘আমরা ভেবেছিলাম মোস্তাফিজ বাতাসের বিপরীতে বোলিং করবেন। কিন্তু যখন ওকে দেখেছি বাতাসের দিক থেকে বোলিং করতে, তখন ভেবেছি অন্য প্রান্ত থেকে কোনো ওভারে ২০ রান নেওয়ার সুযোগ আছে আমাদের। হতে পারে তারা আমাদের গুরুত্ব দেয়নি, অথবা অন্য কিছু, আসলে এটা আমি জানি না। তবে মোস্তাফিজের ৪ ওভার শেষ করে দেওয়ায় আমরা শেষ ওভারে ২০ রান নিতে পারব—এমন বিশ্বাস ছিল আমাদের।’

এই তারকা অলরাউন্ডার বলেন, ‘উইকেট যেমন ছিল, তাতে এই রান ১৮তম ওভারেই করতে পারব বলে ভরসা ছিল। আমরা ধীরগতির উইকেটে খেলতে অভ্যস্ত। বাংলাদেশিদের জন্য হয়তো এটা কঠিন মনে হয়েছে, তাই তারা ধীরে এগিয়েছে। ব্যাটসম্যানদের প্রতি সম্মান জানাই, তারাই আমাদের লড়াইয়ে রেখেছে। যখন আমাদের শেষ ৪ ওভারে ৫০ রান লাগত, তখনও তা করতে পারব বলে ভরসা ছিল।’

হারমিত আরও বলেন, ‘আমরা আমাদের হোম কন্ডিশন জানি। এখানকার সবকিছুই আমাদের পরিচিত। টি-টোয়েন্টিতে দুয়েকটি ভুল, বিশেষত পাওয়ার প্লেতে তাদের আমরা পিছিয়ে দিই। যা ম্যাচটিকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেছে। এমন জয়ের সুযোগ সবসময় পাব না। তবে আমাদের দলে জেতানোর মতো যথেষ্ট ক্রিকেটার আছে।’

Link copied!