• ঢাকা
  • শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২, ১৫ মুহররম ১৪৪৬

কানাডার বিপক্ষে ম্যাচে এক পয়েন্ট পেল ভারত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৬, ২০২৪, ০৬:৩১ এএম
কানাডার বিপক্ষে ম্যাচে এক পয়েন্ট পেল ভারত
ছবি: প্রতীকী

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে  ভারত ও কানাডার মধ্যকার ‍‍`এ‍‍` গ্রুপের এক ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দুই দলই একটি করে পয়েন্ট পায়। শনিবার রাতে সাড়ে ৮টায় লডারহিলে ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল। এই ম্যাচের আগেই ভারত টানা তিন জয়ে সুপার এইটে উঠা নিশ্চিত করে। আর কানাডার  আগেই বিদায় ঘটে। গ্রুপটি থেকে ২০০৭ সালের চ্যাম্পিয়ন ও ২০১৪ সালের রানার্সআপ ভারত ছাড়াও সুপার এইটে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।   গ্রুপ থেকেআরও বাদ পড়েছে ২০০৯ সালের চ্যাম্পিয়ন এবং ২০০৭ ও ২০২২ সালের রানার্সআপ পাকিস্তান।

Link copied!