• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

জেনে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৩, ১১:০৫ এএম
জেনে নিন বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের সূচি

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ সুপার লিগের অংশ এই তিন ম্যাচের সিরিজটি হবে ইংল্যান্ডের চেমসফোর্ডে। মূলত বৃষ্টির শঙ্কায় সিরিজটি আয়ারল্যান্ড থেকে সরিয়ে ইংল্যান্ডে নেওয়া হয়েছে। আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনায় থাকতে তিনটি ম্যাচই জিততে হবে আইরিশদের। সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৯, ১২ ও ১৪ মে।

বাংলাদেশ দল এখন চেমসফোর্ডে। দুইদিন বাংলাদেশ আইরিশদের বিপক্ষে প্রস্তুত হতে অনুশীলন চালিয়েছে। এছাড়া গা গরম করার পর্বও সেরে নিয়েছে। আজ সহ দুইদিন আরও অনুশীলন করে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে টাইগাররা। এরমধ্যে কেউ চাইলে বাড়তি ব্যক্তিগত অনুশীলনও করতে পারে।

এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এ বছরই ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে নামবে বাংলাদেশ। নিজেদের পরখ করে নেওয়ার সুযোগও এই সিরিজ। তবে দেশের মাটিতে আইরিশদের একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও একমাত্র টেস্ট দাপট দেখিয়ে নিজেদের করে নিয়েছে সাকিব আল হাসানরা।

আয়ারল্যান্ড-বাংলাদেশ সিরিজের সূচি
প্রথম ওয়ানডে : ৯ মে, চেমসফোর্ড (বিকেল ৩:৪৫টা)
দ্বিতীয় ওয়ানডে : ১২ মে, চেমসফোর্ড (বিকেল ৩:৪৫টা)
তৃতীয় ওয়ানডে- :১৪ মে,  চেমসফোর্ড (বিকেল ৩:৪৫টা)

Link copied!