• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম রোববার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৪, ০৪:১২ পিএম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এজিএম রোববার
ছবি: প্রতীকী

দেশের সবচেয়ে দামি ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ৯ মার্চ হঠাৎ করেই বিসিবি জরুরী এক সভা করেছিল। ওই সভায় আলোচনার মূল বিষয় ছিল চলতি বছরের বিসিবির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। 

বিসিবির বহুল কাঙ্খিত সেই এজিএম অনুষ্ঠিত হতে যাচ্ছে রোববার। দুপুর দুইটায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হবে বিসিবির এজিএম।

আসন্ন এই এজিএমের জন্য দুই দফায় বাজেট বাড়ানো হয়েছে। সব মিলিয়ে এজিএমের বাজেট দাঁড়িয়েছে প্রায় পৌনে চার কোটি টাকা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় মেয়াদকালীন সময়ে দ্বিতীয় এজিএম হতে যাচ্ছে এটি। সর্বশেষ এজিএম হয়েছিল ২০২২ সালে।

সব জেলা, বিভাগ, ক্লাব, সংস্থা মিলিয়ে ১৭০ জন কাউন্সিলর বিসিবিতে। প্রত্যেক কাউন্সিলরকে বিসিবি এবার নগদ ৫০ হাজার টাকা ও আইপ্যাড উপহার দেবে৷
 

Link copied!