• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
বাংলাদেশ-ভারত সিরিজ

শ্রেয়াস ফিরলেও বাংলাদেশকে ভোগাচ্ছেন অশ্বিন-কুলদ্বীপ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২, ১১:৪২ এএম
শ্রেয়াস ফিরলেও বাংলাদেশকে ভোগাচ্ছেন অশ্বিন-কুলদ্বীপ
ছবি: ওয়ালটন

টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিন ছয় উইকেট তুলে নিলেও বাংলাদেশের গলার কাঁটা হয়ে উইকেটে টিকে ছিলেন ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ার। দ্বিতীয় দিন সকালে মাত্র ১৪ রানের ব্যবধানে শ্রেয়াসের উইকেট উপড়ে ফেলেন ইবাদত হোসেন।

কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে শ্রেয়াস ফিরলেও বাংলাদেশকে ভোগাচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন ও কুলদিপ যাব। দুজন মিলে সাবলীল ব্যাটিংয়ে রানের গতি এগিয়ে নিয়ে চলছেন।

অশ্বিন ও কুলদিপ ইতিমধ্যে ৫৫ রানের জুটি গড়ে ফেলেছেন। প্রথম দিন শেষে ৩৫০ রানের লক্ষ্যের কথা জানিয়েছিলেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পুজারা। দ্বিতীয় দিনের প্রথম সেশনেই সেই লক্ষ্য প্রায় পূরণ হয়ে গিয়েছে সফরকারীদের।

ভারতীয় ব্যাটাররা আক্রমণাত্মক না খেললেও বেশ স্বাভাবিকভাবেই রান তুলছেন স্কোরবোর্ডে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাত উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩৪৮ রান। ভারতের হয়ে ব্যক্তিগত ৪০* রানে অশ্বিন ও ২১* রানে অপরাজিত আছেন কুলদিপ।

Link copied!