• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৩, ০২:১৪ পিএম
টানা দুই ম্যাচ জিতে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা

আর্জেন্টিনার জুনিয়র দল বিশ্বকাপের বাছাই পর্বেই ছিটকে গিয়েছিল। কিন্তু ভাগ্য তাদের পক্ষেই ছিল। স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাতিন দেশটি।

দ্বিতীয় সুযোগ পেয়ে আর হেলায় হারায়নি অনূর্ধ্ব-২০ দল। দুর্দান্ত পারফর্ম্যান্সে টানা দুই জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে লিওনেল মেসির উত্তরসূরীরা।

শেষ ম্যাচে গুয়েতেমালাকে ৩-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর আগে প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে শুভ সূচনা করেছিল তারা।

ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দলের ফরোয়ার্ড আলেজো ভেলিঝ গোল করে দলকে এগিয়ে দেন। প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচ শুরুর কিছু সময় পরই ম্যাচের ৫৮ মিনিটে লাল কার্ড দেখেন গুয়েতেমালার খেলোয়াড়। ১০ জনের প্রতিপক্ষ পেয়েও গোল দিতে সময় লাগে আর্জেন্টিনার। অবশ্য ম্যাচের ৮২ মিনিটে আর্জেন্টিনারও এক ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এর ২০ মিনিট পর দ্বিতীয় গোল আদায় করেন লুকা রোমেরো। তৃতীয় গোল আসে ইনজুরি সময়ে। অতিরিক্ত সময়ের ৮ মিনিটে জয়সূচক গোলটি করেন ম্যাক্সিমো পেরোন।

Link copied!