• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ফাইনালে ‘অপয়া’ জার্সি পরবে না আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২২, ০৮:৫২ পিএম
ফাইনালে ‘অপয়া’ জার্সি পরবে না আর্জেন্টিনা
ছবি: গেটি ইমেজস

আন্তর্জাতিক ফুটবলে আর্জেন্টিনা সাধারণত দুইটি জার্সি পড়ে থাকে। একটা আকাশী-নীল রঙের জার্সি যেটা হোম হিসেবে ব্যবহৃত হয় ও আরেকটি নীল রঙের জার্সি যেটা অ্যাওয়ে হিসেবে ব্যবহৃত হয়।

তবে আকাশী-নীল জার্সিটা যতটা প্রিয়, নীল জার্সিটা যেন আর্জেন্টিনা সমর্থকদের কাছে ততটাই অপছন্দের। কারণ, এই জার্সি পড়েই ১৯৯০ ও ২০১৪ বিশ্বকাপের ফাইনাল হেরেছিল আলবেসেলিস্তারা।

এমনকি সর্বশেষ ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচেও ফ্রান্সের বিপক্ষেও এই নীল জার্সি পড়েই হেরেছিল আর্জেন্টিনা। যদিও চলতি বিশ্বকাপে পোল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পড়েই জিতেছে মেসির দল।

তবে এবার আর ফাইনালে নীল জার্সি পড়ছে না আর্জেন্টিনা। ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আকাশী-নীল জার্সির সঙ্গে সাদা প্যান্ট ও সাদা মোজা পড়বে লিওনেল মেসি-রদ্রিগো ডি পলরা। অন্যদিকে ফ্রান্স পড়বে নীল রঙের জার্সি।

রোববার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় চলতি বিশ্বকাপের ফাইনালে ফরাসিদের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

Link copied!