• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

ফাইনালের আগে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২২, ০৪:১৮ পিএম
ফাইনালের আগে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আর্জেন্টিনা
ছবি: গেটি ইমেজস

আর মাত্র কয়েক ঘণ্টা পর চলতি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ফ্রান্স। লিওনেল মেসির দলের সামনে যেখানে ৩৬ বছরের বিশ্বকাপ খর কাটানোর সুযোগ সেখানে কিলিয়ান এমবাপের ফ্রান্স মাঠে নামবে টানা দুইবার শিরোপা জয়ের লক্ষ্যে।

তবে ফাইনালে মাঠে নামার অতীত পরিসংখ্যান আশা দেখাচ্ছে আর্জেন্টিনা। এখন পর্যন্ত ১২ম্যাচে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। যেখানে ছয় জয় নিয়ে এগিয়ে রয়েছে আর্জেন্টিনা।

অন্যদিকে এ সময়ে ফ্রান্সের জয় তিন ম্যাচে। সর্বশেষ দেখায় অবশ্য আর্জেন্টিনাকে হারানো সুখস্মৃতি রয়েছে ফরাসিদের। বাকি তিন ম্যাচ ড্র হয়েছে।

বিশ্বকাপের মঞ্চেও ফ্রান্সের চেয়ে এগিয়ে আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে তিনবারের দেখায় দুইবার জিতেছে মেসিরা। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে ফ্রান্সের জয় এক ম্যাচে।

সর্বপ্রথম ১৯৩০ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ফ্রান্স। ওই ম্যাচে ফরাসিদের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছিল আলবেসেলিস্তারা। এরপত ৪৮ বছর ১৯৭৮ বিশ্বকাপে দ্বিতীয়বার মুখোমুখি হয়েছিল তারা। এবারেও জয় পেয়েছে আর্জেন্টনা।

সর্বশেষ ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল ফ্রান্স। ওই ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফরাসিরা।

Link copied!