• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

অফসাইডের ফাঁদে আর্জেন্টিনা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২২, ০৪:৪৪ পিএম
অফসাইডের ফাঁদে আর্জেন্টিনা!

সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা। ম্যাচের ৯ম মিনিটেই অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি থেকে করা গোলে এগিয়ে আলবেসেলিস্তারা।

তবে এরপরই যেন অফসাইডের ফাঁদে আটকে যায় আর্জেন্টিনা। একটি নয়, টানা তিনটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের জন্য।

প্রথম দফায় ম্যাচের ২২তম মিনিটে একক দক্ষতায় দারুণ এক গোল করেছিলেন মেসি। তবে বল ধরার সময়ে অফসাইড থাকায় সে গোল বাতিল করে দেন রেফারি।

এরপর পরের দুই দফায় যেন এই চিত্রের মঞ্চায়ন হয়েছে। ম্যাচের ২৭তম মিনিটে মেসির ডিফেন্স চেড়া অ্যাসিস্ট থেকে বল পেয়ে আগোয়ান সৌদি গোলরক্ষকের মাথার উপর থেকে করা গোল অফসাইডের জন্য আবারও বাতিল করে দেন রেফারি।

সাত মিনিটের ব্যবধানে আবার অ্যাসিস্ট মেসির, আবারও গোল মার্টিনেজের! এবং আরও একবার তৃতীয় দফায় গোল বাতিল হয় আর্জেন্টিনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই ১-০ গোলেই এগিয়ে আছে আর্জেন্টিনা। অফসাইডের ফাঁদ এড়িয়ে দ্বিতীয় গোল পাওয়া হয়নি মেসির দলের।

Link copied!