• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

যে তিন ফর্মেশনে মাঠে নামতে পারে আর্জেন্টিনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ০৮:০২ পিএম
যে তিন ফর্মেশনে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

আট বছর পর আবারও বিশ্বকাপের ফাইনাল খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। তৃতীয়বার শিরোপা ঘরে তোলার পথে আলবিসেলেস্তাদের সামনে বাধা বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। লুসাইল আইকনিক স্টেডিয়ামে রোববার (১৮ ডিসেম্বর) মাঠে নামার আগে তিনটি ভিন্ন ভিন্ন ফর্মেশনে অনুশীলন করেছেন লিওনেল মেসি ও কোং। শেষ পর্যন্ত কোনো ফর্মেশনে তারা মাঠে নামবেন, তা আগে থেকেই আঁচ করার কোনো সুযোগ নেই।

সৌদি আরবের কাছে হেরে বড় হোঁচট দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। ১-২ গোলে হেরে বিশ্বকাপ শুরুর পর আলবিসেলেস্তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা একরকম অবিশ্বাস্যই বলা যায়। স্বপ্নের ফাইনালে আগে কোনোভাবেই পেছনে পড়তে চায় না আর্জেন্টিনা। তাই আগে থেকেই নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন।

তিনটি ভিন্ন ভিন্ন ফর্মেশনে অনুশীলনে করায় ওই তিনটার যেকোনো একটি বেছে নিবে বলেই ধারণা করা হচ্ছে। যে তিন ফর্মেশনে মাঠে নামতে পারে সেগুলো হলো-

৫-৩-২

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ

কিলিয়ান এমবাপ্পেকে অকার্যকর করে ফ্রান্সের লেফট উইং নিষ্ক্রিয় করার উদ্দেশে পাঁচ ডিফেন্ডার নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। ফলে লিয়ান্দ্রো প্যারাদেসের পরিবর্তে একাদশে ঢুকতে লিসান্দ্রো মার্টিনেজ। নিকোলাস টাগ্লিফিয়াকোর জায়গায় পুনরায় জায়গা পেতে পারেন নিষেধাজ্ঞার কারণে সেমিফাইনালে না খেলা মার্কোস আকুনা।

৪-৪-২

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগ্লিফিয়াকো; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, অ্যাঞ্জেল ডি মারিয়া; লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ

ক্যারিয়ারের অধিকাংশ সময়ে গোলস্কোরার হিসেবে খেললেও কাতার বিশ্বকাপে মিডফিল্ডার হিসেবে প্লে-মেকারের ভূমিকায় খেলছেন আন্তোয়ান গ্রিজম্যান। টুর্নামেন্টে মেসির সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৩টি অ্যাসিস্ট নিয়ে নতুন ভূমিকায় ভালোই খাপ খাইয়ে নিয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। ফাইনালে গ্রিজম্যানের ওপর বাড়তি নজর রাখতে আর্জেন্টিনার মাঝমাঠে থাকতে পারেন লিয়ান্দ্রো প্যারাদেস।

৪-৩-৩

এমিলিয়ানো মার্টিনেজ; নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টাগ্লিফিয়াকো; রদ্রিগো ডি পল, এঞ্জো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ

এই ফর্মেশনে দলে জায়গা পেতে পারেন অ্যাঞ্জেল ডি মারিয়া। গ্রুপপর্বে চোটে পড়ার কারণে কাতার বিশ্বকাপের বড় অংশজুড়েই মাঠের বাইরে ছিলেন ডি মারিয়া। তবে বড় ম্যাচের খেলোয়াড় হিসেবে পরিচিত ৩৪ বছর বয়সী উইঙ্গারকে ফাইনালে শুরু থেকেই দেখা যেতে পারে। সেক্ষেত্রে অধিনায়ক লিওনেল মেসিকে কিছুটা নেমে করতে হবে বল বানিয়ে দেওয়ার কাজ। ফলে হুলিয়ান আলভারেজকে দেখা যাবে নাম্বার নাইনের ভূমিকায়।

Link copied!