• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

বার্সার জয়ে আরেক ‘এল ক্লাসিকো’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৪, ০৩:১৩ পিএম
বার্সার জয়ে আরেক ‘এল ক্লাসিকো’
ফাইনাল নিশ্চিত হওয়ায় বার্সার খেলোয়াড়দের উল্লাস। ছবি: সংগৃহীত

স্পেনের চলতি সুপার কাপে আগেই ফাইনালের টিকিট নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এবার তাদের প্রতিপক্ষের সিটটা দখল করল বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে ওসাসুনাকে হারিয়ে ফুটবল দর্শকদের আরেকটি ‘এল ক্লাসিকো’ উপহার দেওয়ার ভিত্তি তৈরি করলো বার্সা। রবার্ট লেওয়ানডোস্কি ও লামিনে ইয়ামালের গোলে ২-০ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে গেল জাভি হার্নান্ডেজের দল। 

বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শিরোপা ধরে রাখার লক্ষ্যে রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মুখোমুখি হবে। 
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনার বিপক্ষে আধিপত্য বিস্তার করে কাতালানরা মাঠ ছেড়েছে সহজ জয় নিয়েই। 

প্রথম সেমিফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফাইনালে রিয়ালের সামনে প্রতিশোধ নেওয়ার সুযোগ। কারণ, আগের মৌসুমে রিয়ালকে হারিয়েই ১৪তম সুপার কাপ জিতেছিল বার্সেলোনা।

সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ওসাসুনার বিরুদ্ধে বার্সেলোনা ম্যাচের শুরু থেকেই তুমুল আক্রমণ চালায়। ম্যাচের ৮ মিনিটের মাথায় এগিয়ে যাওয়ার এক সুযোগও পেয়েছিল কাতালানরা। তবে শেষ পর্যন্ত গোলের দেখা মিলেনি। গোল শূন্য ড্র নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের আধিপত্য বজায় রেখেছে বার্সেলোনা। তারই ধারাবাহিকতায় প্রথম গোলের দেখা মিলে কাতালানদের। ইকায় গুন্দোয়ানের বাড়িয়ে দেওয়া বলে দারুণ এক শট নিয়ে ডেডলক ভাঙেন রবার্ট লেওয়ানডোস্কি। ম্যাচের ৫৯ মিনিটে গোলের দেখা পায় তারা। ইলকাই গুন্ডোয়ানের থ্রু বল ধরে বক্সে ঢুকে প্রতিপক্ষের তিন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে বল জালের জড়ান লেওয়ানডোস্কি। ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বার্সার হয়ে ব্যবধান বারান লামিনে ইয়ামাল। 
 

Link copied!