আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ফাইনালে ক্রিস্টিয়ানো রোনালদোর জাদুতে আল হিলালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আল নাসর। এদিন পর্তুগিজ তারকার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে নাসর।
শনিবার (১২ আগস্ট) রাতের ফাইনালে কিং ফাহাদ স্টেডিয়ামে শুরু থেকেই দুই দল আক্রমণ প্রতি-আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। তারপরও কোনো দলই গোল করতে পারছিল না। ফলে প্রথমার্ধে থাকে গোলশূন্য।
বিরতিতে থেকে ফিরেই লিড নেয় আল হিলাল। ৫১ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার মাইকেলের গোলে এগিয়ে যায় তারা। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে নাসরের খেলোয়াড়রা। এর মধ্যে ম্যাচের ৭১ মিনিটে আল-নাসরের ডিফেন্ডার আবদুল্লাহ আল আমারি লাল কার্ড দেখে মাঠা ছাড়েন। ফলে দশ জনে পরিণত হন রোনালদোরা।
এরপরেই শুরু হয় পর্তুগিজ সুপারস্টারের জাদু। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান। এর ঠিক ৪ মিনিট নাওয়াফ বুশাল লাল কার্ড দেখলে ৯ জনের দলে পরিণত আল নাসর।
এরপর নির্ধারিত ৯০ মিনিটে আর গোল না হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ৯৮ মিনিটে দলের হয়ে জয় সূচক গোলটি করেন রোনালদো।
ম্যাচের ১১৪ মিনিটে ৩৮ বছর বয়সী রোনালদোকে পায়ের ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয়। তবে তাতে দলের আর কোনো বিপদ হয়নি।
এর মধ্যে দিয়ে ৪২ বছরের পুরোনো এই টুর্নামেন্টে আল নাসরের প্রথম বারের মত চ্যাম্পিয়ন হলো। এই ক্লাবটিতে যোগ দেওয়ার পর রোনালদোরও এটি প্রথম শিরোপা।