• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
কাতার বিশ্বকাপ

‘কোপা জয়ের পরই বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস বেড়েছে‍‍’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২, ০২:৫৬ পিএম
‘কোপা জয়ের পরই বিশ্বকাপ জয়ের আত্মবিশ্বাস বেড়েছে‍‍’

বিশ্বকাপের শিরোপা জিতে তৃতীয়বারের মতো দেশকে বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের কাপ উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর আগে দলটি মারাকানায় ব্রাজিলকে হারিয়ে জিতে নিয়েছে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা। 

দলের কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, কোপা জয়ের পরই তাদের আত্মবিশ্বাস বেড়েছে। মেসিও তাকে আত্মবিশ্বাসী করে তুলেছেন বলেও জানান আর্জেন্টিনাকে ৩৬ বছর পর কাপ পাইয়ে দেওয়া এই কোচ।

স্কালোনি বলেন, “মেসি তার ক্যারিয়ারের সাথে যা ইচ্ছা তাই করার অধিকার অর্জন করেছে। সে তার সতীর্থদের কাছে যা বলে তা অবিশ্বাস্য। আমি এমন প্রভাবশালী ব্যক্তি ড্রেসিংরুমে কখনও দেখিনি।”

স্কালোনি আরও বলেন, “ব্রাজিলকে (কোপা আমেরিকায়) হারানোর পর আমি মেসির সাথে কথা বলেছি। আমাদের সামনে আরও বড় কাজ ছিল। আমাদের দেশের লোকেরা বিশ্বাস করতে শুরু করেছিল আমাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আছে। আশা এবং চাপ বাড়ছিল।”

“মেসি আমাকে বলেছিল, আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। অন্য কিছু গুরুত্বপূর্ণ নয়। এই কথা আমাকে চমৎকার অনুপ্রেরণা দিয়েছে। আমি বুঝতে পেরেছিলাম যে আমরা দারুণ কিছু অর্জনের দ্বারপ্রান্তে আছি।” যোগ করেন তিনি।

 

Link copied!