• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচ

দারুণ শুরুর পর লিটনের বিদায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ০৮:৫১ পিএম
দারুণ শুরুর পর লিটনের বিদায়
বাংলাদেশের হয়ে দারুণ শুরু করেন লিটন-তানজিদ। ছবি : সংগৃহীত

লঙ্কানদের দেওয়া ২৬৪ রানের জবাবে ব্যাট হাতে দারুণ শুরু করে বাংলাদেশের দুই ওপেনার লিটন কুমার দাস ও তানজিদ হাসান তামিম। দুইজনেই তুলে নেয় ফিফটি। এরপর ব্যক্তিগত ৬১ রান করে বিদায় নেন লিটন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ১ উইকেটে ১৫৬ রান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান দুই ওপেনারকে নিয়ে পজিটিভ কথা বলেছিলেন। তার কথার ভালোভাবেই মর্যদা দিচ্ছে লিটন ও জুনিয়র তামিম। বেশ কয়েকটা ম্যাচে বাংলাদেশের ওপেনারদের ব্যাট হাসতে ছিল না। লিটন তো ছিলেন নিজের ছায়া হয়ে। আর তরুণ তামিম খুব একটা ইমপ্যাক্ট ফেলতে পারেননি ব্যাট হাতে। তবে, বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে হেসেছে দুই ওপেনারের ব্যাট। দু’জনিই তুলে নিয়েছেন ফিফটি। তবে, অর্ধশতকের পর আর উইকেটে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন দাস। আউট হন ৬১ রানে। দুশান হেমান্তা নেন লিটনের উইকেট। তার বিদায়ে ভাঙ্গে ১৩১ রানের জুটি।

এরআগে, এদিন টস জিতে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা। ৪৯.১ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে তারা ২৬৩ রান সংগ্রহ করে। টাইগার বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ৩৬ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন। এছাড়া একটি করে উইকেটের দেখা পেয়েছেন তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। কেবল উইকেটশূন্য ছিলেন তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কাকে ঝড়ো শুরু এনে দেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিসাঙ্কা এবং কুশল পেরেরা। দুজনে মিলে ওপেনিং জুটিতে যোগ করেন ৬৪ রান। দশম ওভারে চোট পেয়ে মাঠ ছাড়েন পেরেরা। উইকেটে আসেন কুশল মেন্ডিস।

ওপেনিং পার্টনারকে হারালেও মেন্ডিসকে সঙ্গে নিয়ে ভালোই এগোচ্ছিলেন নিসাঙ্কা। কিন্তু ১৫তম ওভারে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন নাসুম আহমেদ। মেন্ডিসকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন তিনি। পরের ওভারেই সাদিরা সামারাবিক্রমাকে আউট করেন শেখ মেহেদী।

পাথুম নিসাঙ্কা ফেরেন ২০তম ওভারে। ৮ চার ও ১ ছয়ে ৬৪ বলে ৬৮ রান করে শেখ মেহেদীর শিকার হয়ে ফেরেন তিনি। নিসাঙ্কা আউট হওয়ার পর শ্রীলঙ্কার রানের গতি কমে। চাপ সামলাতে না পেরে আসালঙ্কাও ফেরেন শেখ মেহেদীর বলে, ২৯ তম ওভারে।

বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারেননি লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাও। ১৭ বলে ৩ রান করে শরিফুল ইসলামের বলে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান কাপ্তান।

শেষদিকে একাই লড়াই করেছেন ধনঞ্জয়া ডি সিলভা। ৭৯ বলে তার ৫৫ রানের ইনিংস থামে মেহেদী হাসান মিরাজের বলে। শ্রীলঙ্কার ইনিংস থামে ২৬৩ রানে।

পায়ে চোট পাওয়ায় এ প্রস্তুতি ম্যাচে টাইগার শিবিরে নেই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার অনুপস্থিতিতে নেতৃত্বের ভার সামলাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।

খেলা বিভাগের আরো খবর

Link copied!