• ঢাকা
  • রবিবার, ০৩ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২, ৭ সফর, ১৪৪৭

অস্ট্রেলিয়ায় আবারো মুখোমুখি হবে আফগানিস্তান-পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২২, ০৪:২৫ পিএম
অস্ট্রেলিয়ায় আবারো মুখোমুখি হবে আফগানিস্তান-পাকিস্তান
আবারো দেখা যাবে পাক-আফগান লড়াই

একদিন আগেই এশিয়া কাপের মঞ্চে উত্তেজনা তৈরি করেছিল আফগানিস্তান-পাকিস্তান লড়াই। মুহূর্তে মুহূর্তে রঙ বদলানো এই ম্যাচে এক উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। এই লড়াইয়ের রেশ এখনো কাটেনি। তার আগেই দুই দল পরবর্তী কবে মুখোমুখি হবে তা জানা গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আরো একবার মুখোমুখি হবে এই দুই দল।

বুধবার (৭ সেপ্টেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় আফগানিস্তান ও পাকিস্তান। শারজাহর বোলিং সহায়ক উইকেটে ১৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে জয় পেতে বেশ বেগ পেতে হয় বাবর আজমের দলকে।

ম্যাচে উত্তেজনা তৈরি করেছিল আসিফ আলির প্যাভিলিয়নে ফিরে যাওয়া। ফরিদ আহমেদের বলে আউট হয়ে ফেরার সময় বোলারের কাছে স্লেজিংয়ের শিকার হন আসিফ। রাগান্বিত হয়ে ফরিদকে ধাক্কা দিয়ে ব্যাট দিয়ে মারতে উদ্যত হন। শেষ পর্যন্ত নিজেকে নিয়ন্ত্রণে নিয়ে প্যাভিলিয়নে ফিরে যান আসিফ।

এই ঘটনার রেশ ছড়িয়ে পড়ে গ্যালারিতে। এমনকি আফগানিস্তানকে হারিয়ে বুনো উল্লাসে ফেটে পড়ে পাকিস্তানের ক্রিকেটাররা। আর কান্নায় ভেঙে পড়েন আফগানিস্তানের ক্রিকেটাররা। ক্রিকেটারদের এই আচরণ মাঠে তৈরি করে ভিন্ন ধরনের আবহ।

সেই আবহ ও মাঠে দুই দলের হার না মানার মানসিকতা ক্রিকেটারদের মধ্যে তৈরি করে ভিন্ন ধরনের উম্মাদনা। সেই উম্মাদনার রেশ না কাটতেই জানা গেল আরো একবার মুখোমুখি হবে দুই দল।

চলতি বছরের ১৯ অক্টোবরের ব্রিসবেনে মুখোমুখি হবে আফগানিস্তান ও পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচের অংশ হিসেবে এই ম্যাচ খেলবে তারা। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এই ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করে আইসিসি। 

Link copied!