উগান্ডার নারী অলিম্পিয়ান রেবেকা চেপ্তেগুই। এবারও প্যারিস অলিম্পকের ম্যারাথনে অংশ নেন। সেখানে তিনি অবশ্য ৪৪তম স্থান লাভ করেন। কে জানতো, তাকে ভালোবাসার মানুষটির হাতেই মৃত্যুবরণ করতে হবে?
উগান্ডার ক্রীড়াবিদ হলেও রেবেকা কেনিয়াতে বসবাস করতেন। সেখানেই রেবেকাকে তার বয়ফ্রেন্ড ডিকসন গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ১ সেপ্টেম্বর। কথা কাটাকাটির এক পর্যায়ে এমন ঘটনা ঘটে। শরীরের ৮০ ভাগ পুড়ে যায় তার। হাসপাতালে ৫ সেপ্টেম্বর রেবেকা মারা যান।
রেবেকার গায়ে পেট্রোল ঢালার সময় কিছুটা আগুন লেগে যায় ডিকসনের শরীরে। তিনিও ঠিক পাঁচ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এদিকে, রেবেকার স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যে প্যারিস অলিম্পিক কমিটি একটি পদক্ষেপ গ্রহণ করেছে। তারা প্যারিসের একটি ক্রীড়াঙ্গন রেবেকার নামে নামকরণ করবে বলে জানিয়েছে।






































