মিরপুরে তৃতীয় দিনের খেলায় চালকের আসনে বাংলাদেশ। আফগানদের বিপক্ষে এই টেস্টে শতক করেছেন নাজমুল হাসান শান্ত। অর্ধশতক করে আউট হয়েছেন ওপেনার জাকির হাসান। এবার অর্ধশতক পূর্ণ করলেন মমিনুল হক।
দীর্ঘদিন থেকে ব্যাটে রান পাচ্ছিলেন না মমিনুল। মিরপুর টেস্টের প্রথম ইনিংসেও ব্যর্থ হন বাঁহাতি ব্যাটার। তবে দ্বিতীয় ইনিংসে রানে ফিরেছেন এই `টেস্ট স্পেশালিষ্ট`। ৬৭ বলে ১৭তম টেস্ট অর্ধশতক পূর্ণ করলেন তিনি।
এখন পর্যন্ত ৭২ বলে ৫৭ রানে অপরাজিত আছেন এই ব্যাটার। এই ইনিংসে তিনি ৭ টি চার মেরেছেন।
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































