৭ উইকেটে জিতে র‍্যাঙ্কিংয়ে ৭


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২১, ০৪:৫৬ পিএম
৭ উইকেটে জিতে র‍্যাঙ্কিংয়ে ৭

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে জিতে আইসিসি র‍্যাঙ্কিয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে টাইগারদের অবস্থান ছিল যেখানে ১০, সেখানে থেকে তিন ধাপ এগিয়ে সপ্তম স্থানে এখন বাংলাদেশ। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জয়ের সময় বাংলাদেশ ছিল দশম স্থানে। তখন র‍্যাঙ্কিং পয়েন্ট ছিল ২৩৪। সে সিরিজ শেষে র‍্যাঙ্কিং পয়েন্ট পরিবর্তন করেন আইসিসি। 

তবে আইসিসির ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে, বাংলাদেশ এখন ২৩৮ রেটিং নিয়ে তালিকার ৭ নম্বরে আছে। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ২৬০ পয়েন্ট নিয়ে আছে তালিকার ৪ নম্বরে। ২৭৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ইংল্যান্ড। 

আইসিসি প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিং 

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে নাজেহাল করে সিরিজ জিতে বাংলাদেশ। এর আগে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠেই সিরিজ জিতে এসেছে বাংলাদেশ। পরপর দুই সিরিজ জেতা আর নিউজিল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ জেতার পুরস্কার হিসেবে সপ্তম স্থানে বাংলাদেশ। 

এদিকে অজিদের মতো কিইউদের বিপক্ষেও সিরিজ জেতার লক্ষ্যে রয়েছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্য ৩০ বল বাকি থাকতেই ৭ উইকেটে জিতেছে টাইগাররা। 

সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

Link copied!