• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

বিশ্বকাপ ফাইনালে বায়ার্ন-ইন্টার রাজত্বের ৪০ বছর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২২, ১০:৩৭ পিএম
বিশ্বকাপ ফাইনালে বায়ার্ন-ইন্টার রাজত্বের ৪০ বছর

দেখতে দেখতে প্রায় শেষপ্রান্তে কাতার বিশ্বকাপ। রোববার (১৮ ডিসেম্বর) ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। লুসাইল আইকনিক স্টেডিয়ামে শিরোপা উঁচিয়ে ধরার লড়াইয়ে থাকবে ফ্রান্স ও আর্জেন্টিনা। জাতীয় দলের এই লড়াইয়ে থাকছে ক্লাব ফুটবলের দুই বড় ক্লাব বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের রাজত্ব।

একটু অবাক করার বিষয়ই। সবার মনেই প্রশ্ন জাগছে, জাতীয় দলের লড়াইয়ে কিভাবে ক্লাবের প্রভাব থাকে। তাও আবার বিশ্বকাপের মতো মঞ্চে। বিশ্বকাপের ফাইনাল মানেই বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের ফুটবলারদের উপস্থিতি।

১৯৮২ থেকে এই উপস্থিতি শুরু হয়েছে। ওই আসর থেকে শুরু করে সবগুলো বিশ্বকাপের ফাইনালেই ছিল এই দুই ক্লাবের ফুটবলারদের উপস্থিতি। কাতারও এর ব্যতিক্রম নয়। এখানেও থাকছে বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের খেলোয়াড়দের উপস্থিতি।

বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলানের অন্তত একজন করে ফুটবলারের উপস্থিতি থাকলেও সংখ্যার পার্থক্যে এগিয়ে জার্মান ক্লাবটি। সর্বশেষ ৪০ বছরে বিশ্বকাপের ফাইনালে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের ৩০ জন ফুটবলার খেলেছেন। বিপরীতে ইন্টার মিলানের খেলোয়াড় সংখ্যা মাত্র ১৭ জন।

একনজরে দেখে নেওয়া যাক সর্বশেষ ৪০ বছর ধরে ফিফা বিশ্বকাপের সর্বশেষ ১১ আসরের ফাইনালে বায়ার্ন মিউনিখ এবং ইন্টার মিলানের খেলোয়াড়দের তালিকা-

১৯৮২ বিশ্বকাপ ফাইনাল (ইতালি বনাম জার্মানি)

বায়ার্ন মিউনিখ: কার্ল-হেইঞ্জ রুমেনিগে, পল ব্রেইটনার, ওলফগ্যাং ড্রেমলার (জার্মানি)
ইন্টার মিলান: বেপ্পে বার্গোমি, গ্যাব্রিয়েল ওরিয়ালি, আলেসান্দ্রো আলতোবেলি (ইতালি)

১৯৮৬ বিশ্বকাপ ফাইনাল (আর্জেন্টিনা বনাম জার্মানি)

বায়ার্ন মিউনিখ: লোথার ম্যাথাউস, ডায়েটার হোয়েনেস, নর্বার্ট এডার (জার্মানি)
ইন্টার মিলান: কার্ল-হেইঞ্জ রুমেনিগে (জার্মানি)

১৯৯০ বিশ্বকাপ ফাইনাল (আর্জেন্টিনা বনাম জার্মানি)

বায়ার্ন মিউনিখ: ক্লস অগেনথেলার, ইয়ুর্গেন কোহলার, স্টেফান রয়টার।
ইন্টার মিলান: আন্দ্রে ব্রেহেমে, ইয়ুর্গেন ক্লিন্সম্যান, লোথার ম্যাথাউস (জার্মানি)

১৯৯৪ বিশ্বকাপ ফাইনাল (ব্রাজিল বনাম ইতালি)

বায়ার্ন মিউনিখ: জর্জিনহো (ব্রাজিল)
ইন্টার মিলান: নিকোলা বার্তি (ইতালি)

১৯৯৮ বিশ্বকাপ ফাইনাল (ফ্রান্স বনাম ব্রাজিল)

বায়ার্ন মিউনিখ: বিক্সেন্তে লিজারাজু (ফ্রান্স)
ইন্টার মিলান: ইউরি জোরকায়েফ (ফ্রান্স), রোনালদো (ব্রাজিল)

২০০২ বিশ্বকাপ ফাইনাল (ব্রাজিল বনাম জার্মানি)

বায়ার্ন মিউনিখ: অলিভার কান, কার্স্টেন জ্যাঙ্কার, থমাস লিঙ্ক, জেন্স জেরেমিস (জার্মানি)
ইন্টার মিলান: রোনালদো (ব্রাজিল)

২০০৬ বিশ্বকাপ ফাইনাল (ফ্রান্স বনাম ইতালি)

বায়ার্ন মিউনিখ: উইলি স্যাগনোল (ফ্রান্স)
ইন্টার মিলান: মার্কো মাতেরাজ্জি (ইতালি)

২০১০ বিশ্বকাপ ফাইনাল (নেদারল্যান্ডস বনাম স্পেন)

বায়ার্ন মিউনিখ: আরিয়েন রোবেন, মার্ক ফন বোমেল (নেদারল্যান্ডস)
ইন্টার মিলান: ওয়েসলি স্নাইডার (নেদারল্যান্ডস)

২০১৪ বিশ্বকাপ ফাইনাল (জার্মানি বনাম আর্জেন্টিনা)

বায়ার্ন মিউনিখ: ম্যানুয়েল নয়্যার, ফিলিপ লাম, জেরোম বোয়াটেং, বাস্তিয়ান শোয়ানস্টাইগার, টনি ক্রুস, টমাস মুলার, মারিও গোটজে (জার্মানি)
ইন্টার মিলান: রদ্রিগো প্যালাসিও (আর্জেন্টিনা)

২০১৮ বিশ্বকাপ ফাইনাল (ফ্রান্স বনাম ক্রোয়েশিয়া)

বায়ার্ন মিউনিখ: কোরেন্টিন তোলিসো (ফ্রান্স)
ইন্টার মিলান: ইভান পেরিসিচ, মার্সেলো ব্রজোভিচ (ক্রোয়েশিয়া)

২০২২ বিশ্বকাপ ফাইনাল (ফ্রান্স বনাম আর্জেন্টিনা)

বায়ার্ন মিউনিখ: ডায়োট উপামেকানো, বেঞ্জামিন পাভার্ড, কিংসলে কোম্যান (ফ্রান্স)
ইন্টার মিলান: লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা)

Link copied!