সাফ শ্রেষ্ঠত্বের ট্রফি উঠেছে বাংলাদেশের নারীদের হাতে। নেপালকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে সাবিনা-কৃষ্ণারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন কাজী সালাউদ্দিন। তার বহুদিনেরই আকাঙ্ক্ষিত স্বপ্ন ছিল বাংলাদেশকে সাফ চ্যাম্পিয়ন হিসেবে দেখা। সেই স্বপ্ন পূরণ হয়েছে। কিন্তু সাফের সভাপতি হিসেবে তিনি ট্রফি দিতে যাননি নেপালে। এমনকি, মেয়েদের বরণ করার জন্য যাবেন না হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও।
বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে নাগাদ সাবিনা-সানজিদারা দেশে ফিরছেন। তাদের সংবর্ধনার সকল প্রস্তুতিও সম্পন্ন। তবে মেয়েদের কেন বরণ করতে কাজী সালাউদ্দিন বিমানবন্দরে যাবেন না কারণ জানালেন নিজেই।
তিনি বলেন, “আমি বিমানবন্দরে গেলে আপনারা আমাকে প্রশ্ন করবেন। তাতে মেয়েদের ওপর থেকে ফোকাসটা সরে যেতে পারে। আমি চাই, মেয়েরাই আজ পুরোপুরি ফোকাসে থাকুক। আপনারা ওদেরকেই ফোকাসে রাখুন। যাতে দু-চার বছরে আরও বড় কিছু অর্জন করতে পারি। আমি বাফুফে ভবনেই ওদের বরণ করব।”




































