• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন পাপন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৩:৩৮ পিএম
বিসিবি নির্বাচনে মনোনয়নপত্র কিনলেন পাপন 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ অক্টোবর। এ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে মনোনয়নপত্র তোলার কাজ। মনোনয়নপত্র কেনার শেষদিনে এসে মনোনয়নপত্র কিনেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন এমপি। 

শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে মিরপুরে উপস্থিত হন পাপন। ক্যাটাগরি-২ থেকে পরিচালক হওয়ার মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। 

বোর্ডের ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ক্যাটাগরি-২ থেকে। এই ক্যাটাগরিতে মোট ভোটার সংখ্যা হচ্ছেন ৫৬ জন। এখানে ভোট দিতে পারবেন ঢাকার বিভিন্ন ক্লাবের কাউন্সিলররা। 

দুই মেয়াদে বাংলাদেশ দলে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন পাপন। এরআগে ২০১৩ ও ২০১৭ সালেও বিসিবি সভাপতির দায়ত্ব পালন করেন তিনি। 

তার সভাপতি থাকাকালীন সময়ে বাংলাদেশ দল ব্যাপক সাফল্য পেয়েছে। বোর্ডের বিভিন্ন অবকাঠামো ও ক্রিকেটে বিভিন্ন উন্নয়নের জন্য ব্যাপক আলোচিত তিনি। 

Link copied!