• ঢাকা
  • বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২, ২০ মুহররম ১৪৪৬

২৯ জুলাই আসছে অস্ট্রেলিয়া


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২১, ০২:০৪ পিএম
২৯ জুলাই আসছে অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সফর পেছানো নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। অস্ট্রেলিয়া সঠিক সময়সূচী মেনেই বাংলাদেশে আসছে তা নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান আকরাম খান।

আকরাম খান বলেন, “২৯ জুলাই নির্দিষ্ট সময়সূচী মেনেই অস্ট্রেলিয়া ক্রিকেট দল বাংলাদেশে আসবে।” 

দ্বিপাক্ষিক এ সিরিজে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের সময়গুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে। তিন দিনের কোয়ারেন্টিনে থেকে ৩, ৪, ৬, ৭ ও ৯ আগস্ট পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ করোনার কারণে বন্ধ হলে বাংলাদেশ সফর কয়েকদিনের দেরি হওয়ার খবর পাওয়া যায়।  

Link copied!