• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

সাত ওভারেই বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২১, ০৬:১৬ পিএম
সাত ওভারেই বাংলাদেশকে হারাল অস্ট্রেলিয়া 

বিশ্বকাপে একের পর এক লজ্জার রেকর্ড করেই যাচ্ছে বাংলাদেশ। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতায় স্কোরবোর্ডে মাত্র ৭৩ রান তুলতে পারে বাংলাদেশ। ছোট রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৮২ বল হাতে রেখে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ অজিরা। এই জয়ে সেমি ফাইনালের আশা টিকে রইল অজিদের। 

ছোট রানের লক্ষ্যে অজিদের হয়ে ব্যাট করতে নামে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ। নেমেই বাংলাদেশী বোলারদের উপর চড়াও হতে থাকে দুই অজি ওপেনার। একের পর এক বাউন্ডারি, ওভার বাউন্ডারিতে রান তুলতে থাকে অজিরা। 

তাসকিনের প্রথম ওভার থেকে ৪ রান তুলতে পারলেও, মোস্তাফিজের দ্বিতীয় ওভার থেকেই তোলে ফেলে ১২ রান। বিশেষ করে মোস্তাফিজকে একে বারেই পাত্তা দিচ্ছিল না দুই অজি ওপেনার। বিশেষ করে ফিঞ্চ তান্ডব চালাতে থাকেন। 

ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে তাসকিনের বলে বোল্ড হয়ে ফিরেন ফিঞ্চ। চারটি ছয় ও দুইটি চারে ২০ বলে ৪০ রান করেন তিনি। 

ফিঞ্চের পর শরিফুলের বলে বোল্ড হয়ে ফিরেন ডেভিড ওয়ার্নার। তিনটি চারে ১৪ বলে ১৮ রান করেন তিনি। 

মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েল মিলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন। ৮২ বল বাকি থাকতে ৮ উইকেটের সহজ নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। 

বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নিয়েছেন তাসকিন ও শরীফুল ইসলাম। 

Link copied!