• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

ইউনাইটেডের শীর্ষ চারে থাকার আশা ফিকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২২, ১১:৫১ এএম
ইউনাইটেডের শীর্ষ চারে থাকার আশা ফিকে

প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচ জয়ের মুখ দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে চেলসির বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। ফলে শীর্ষ চারে থাকা আরও কঠিন হয়ে গেল ইউনাইটেডের সামনে।

ইউনাইটেড গত দুই রাউন্ডের প্রথম ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছিল। পরের ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হেরেছে তারা।

ম্যাচের ৫ মিনিটে প্রথম সুযোগ পায় চেলসি। ম্যাচের ১০ মিনিটে সুযোগ পায় ইউনাইটেডও। তবে উভয়দলই গোল পেতে ব্যর্থ হয়। ম্যাচের ১৩ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়।

ম্যাচের ২৮ মিনিটে দারুণ সুযোগ হারান কাই হাভার্টজ। ম্যাচের ৩৬ মিনিটে তিনি আরও একটি সুযোগ হারান। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে উভয় দলই খেলার গতি বাড়ায়। ম্যাচের ৫৩ মিনিটে ডি-বক্সে দারুণ ক্রস বাড়ান ম্যাসন মাউন্ট। গোলরক্ষক বিপদমুক্ত করেন। তবে ম্যাচের ৬০ মিনিটে মার্কোস আলোনসো দারুণ ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন।

এর মাত্র দুই মিনিট পর ইউনাইটেডকে গোলের আনন্দে ভাসান রোনালদো। ডি-বক্সের ভেতর দারুণ শটে গোল আদায় করেন তিনি। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

লিগে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ৭৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। ৬৬ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। আর্সেনাল ৬০ ও টটেনহ্যাম হটস্পার ৫৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে চার ও পাঁচে আছে। ৫৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড।

Link copied!