ক্রমাগত দূষিত হচ্ছে ঢাকার বাতাস। নোংরা বাতাসে জনজীবন হয়ে পড়েছে দুর্বিসহ। তবু বাড়ছে না সচেতনতা। প্রধান সড়কের পাশেই প্লাস্টিক বর্জ্যসহ পোড়ানোর হচ্ছে অন্যান্য ময়লা-আবর্জনা। কালো ধোঁয়ার ভেতর দিয়েই প্রতিদিনই যাতায়াত করতে হচ্ছে এখানকার শিশু থেকে বৃদ্ধকে। এতে শ্বাসকষ্টসহ নানা অসুখে ভুগছেন মানুষ। সদরঘাট থেকে গাবতলী এলাকার এই ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।