• ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক আটক


সাভার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২২, ০১:৩০ পিএম
বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবক আটক

রাজধানীর সাভারে ধর্ষণের অভিযোগে মুক্তার হোসেন নামের (৩৩) এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ আগস্ট) সকালে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে রোববার (২৭ আগস্ট) রাতে সাভার পৌর এলাকার উল্লাইল মহল্লায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন মুক্তার। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে ওই নারী থানায় অভিযোগ করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। এছাড়াও ওই নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!