কুমিল্লা-৭ চান্দিনা উপনির্বাচন

জাপা থেকে বহিষ্কার লুৎফর রেজা খোকন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:৩৩ এএম
জাপা থেকে বহিষ্কার লুৎফর রেজা খোকন

কুমিল্লা-৭ চান্দিনা আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লুৎফর রেজা খোকনকে মনোনয়নপত্র প্রত্যাহার করায় দল থেকে বহিষ্কার করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নীতিনির্ধারকদের অনুমতি ছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণে লুৎফর রেজা খোকনকে জাতীয় পার্টির সদস্যসহ সব পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির দলীয় মনোনয়ন পান কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহবায়ক লুৎফর রেজা খোকন। গত ১৩ সেপ্টেম্বর দলীয় নেতা-কর্মী নিয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও রিটার্নিং কর্মকর্তা দুলাল তালুকদারের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

কিন্তু গত ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন থেকে সরে দাঁড়ান চান্দিনা উপজেলাসহ কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা লুৎফর রেজা খোকন। এর পরিপ্রেক্ষিতে দল থেকে তাকে বহিষ্কার করা হয়।

সাংসদ সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। আগামী ৭ অক্টোবর এই আসনে ভোট গ্রহণ হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!