• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০২:৪৭ পিএম
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি

রাজধানীর মুগদার ওয়াসা গলি এলাকায় অভাবের কারণে সংসার চালাতে না পেরে মো. ফাহিম (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

জানা গেছে, তার বাড়ি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার। তার বাবার নাম আজিজুল করিম।

বিষয়টি নিশ্চিত করে মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে তার গলায় ফাঁস দেওয়া মরদেহ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠাই।”

আকরাম বলেন, “সে আইসিটিতে লেবার হিসেবে কাজ করত। তার আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। সে তার শ্বশুর বাড়িতে থাকত। রাতে এসে সে সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।”

এসআই আকরাম বলেন, “তার বাসায় একটি ড্রাম ও একটি বেড ছাড়া কিছুই নেই। অভাব-অনটনের কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।” 

এ ঘটনায় নিহত ফাহিমের মা সাইয়েদা আকতার বাদী হয়ে মুগদা থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-৬) করেছেন। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!