• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫

মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে যুব মহিলা লীগের প্রতিবাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৭:৫২ পিএম
মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে যুব মহিলা লীগের প্রতিবাদ

চট্টগ্রামে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর ও হামলার প্রতিবাদ জানিয়েছে যুব মহিলা লীগ।

বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে মিছিল করে যুব মহিলা লীগ।

সমাবেশ থেকে নেতৃবৃন্দ সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
সন্ত্রাসীদের হুঁশিয়ার করে নেতৃবৃন্দ বলেন, “এ ধরনের ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”

কর্মসূচিতে যুব মহিলা লীগের সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর যুব মহিলা লীগ উত্তর ও দক্ষিণের সকল ওয়ার্ড ও থানার নেতাকর্মীরা যোগ দেন। সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের নির্দেশ দেওয়া হয়।

Link copied!