• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

২১ কেন্দ্রে ভোট স্থগিত, ৭ কেন্দ্রে বাতিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৪, ০৯:৩৮ পিএম
২১ কেন্দ্রে ভোট স্থগিত, ৭ কেন্দ্রে বাতিল
প্রতীকী ছবি

সহিংসতা ও অনিয়মের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৬ জেলার ৯টি আসনের ২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ জনের অধিককে সাজা দেওয়া হয়। সাতটি কেন্দ্রে ভোট বাতিল হয়েছে।

রোববার (৭ই জানুয়ারি) সন্ধ্যায় ইসির নির্বাচনি মনিটরিং সেল থেকে এ তথ্য জানা যায়।

ইসির মনিটরিং সেল জানায়, নির্বাচন স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো, সুনামগঞ্জ-২ আসনে মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭নং কেন্দ্র), নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০নং কেন্দ্র)। কক্সবাজার-১ আসনের চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল (২৫নং কেন্দ্র), দক্ষিণ ফুলছুড়ি প্রাথমিক বিদ্যালয় (৭৪নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০নং কেন্দ্র)।

জামালপুর-৫ আসনের মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০নং কেন্দ্র)। নরসিংদি-৪ আসনের ইব্রাহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪নং কেন্দ্র)। নরসিংদি-৩ আসনের দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসা (৫নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮নং কেন্দ্র)। টাঙ্গাইল-২ আসনের কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬নং কেন্দ্র)।

কুমিল্লা-৩ আসনের পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬নং কেন্দ্র) ও ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় (৮১নং কেন্দ্র)। কুমিল্লা-৪ আসনের সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪নং কেন্দ্র)। কুমিল্লা-১১ আসনের বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদরাসা (৩৫নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাপথমিক বিদ্যালয় (৩৮নং কেন্দ্র)। আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-১ (৭৪নং কেন্দ্র)। হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয়-২ (৭৫নং কেন্দ্র) ও বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩নং কেন্দ্র) কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

Link copied!