• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে তলব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৩, ১০:৪৪ এএম
হিরো আলমকে নিয়ে টুইট, জাতিসংঘের প্রতিনিধিকে তলব

হিরো আলম নিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করে ‘অসন্তোষ’ জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সরকারের ডাকে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের পক্ষে হাজির হন ভারপ্রাপ্ত প্রধান ও ইউনিসেফের কান্ট্রি ডিরেক্টর শেলডন ইয়েট। তাকে সরকারের অসন্তোষের কথা জানান অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম।

এর আগে সোমবার ঢাকা-১৭ উপনির্বাচনের ভোটগ্রহণ চলাকালে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম বনানীর একটি কেন্দ্র পরিদর্শনে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করেন।

মঙ্গলবার এ ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। সেই টুইট নিয়ে বৃহস্পতিবার লুইস গোয়েনকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে বলেছেন, “উন্নয়নের অংশীদার হয়ে জাতিসংঘের কাছ থেকে রাজনৈতিক মন্তব্য কাম্য নয়। আমরা বলেছি, জা‌তিসং‌ঘের নাম ব্যবহার ক‌রে টুইট বার্তা দি‌তে পা‌রে। এ বিষয়ে কোড অব কনডাক্ট (কূট‌নৈ‌তিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি।”

Link copied!