• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

খিলক্ষেতে বেপরোয়া গাড়ির ধাক্কা, প্রাণ গেল শিশুসহ তিনজনের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৩, ০৬:৫৪ এএম
খিলক্ষেতে বেপরোয়া গাড়ির ধাক্কা, প্রাণ গেল শিশুসহ তিনজনের
দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার

রাজধানীর খিলক্ষেতে বেপরোয়া একটি প্রাইভেট কারের ধাক্কায় নারী-শিশুসহ তিনজন মারা গেছেন। আহত হয়েছেন আরও দুজন।

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে খিলক্ষেত কাঁচাবাজার এলাকার এয়ারপোর্ট রোডে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার।

জানা যায়, শিশু ইয়াসিনকে নিয়ে তার বাবা সুমন মিয়া নিকুঞ্জ এসেছিলেন। সে একটি মাদ্রাসায় পড়ত। ইয়াসিনের দাদা খিলক্ষেত এলাকায় চাকরি করেন। সুমন মিয়া ছেলে ইয়াসিনকে নিয়ে তার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলেন। ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

ওসি জানান, রাত ৯টার দিকে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খিলক্ষেত বাস স্টপেজের যাত্রীছাউনিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইয়াসিন নামের এক শিশুর মৃত্যু হয়। এ ছাড়া আহত হয় চারজন। তাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল পান্ডে ও আমরিনা বেগম মারা যান। বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ওসি আরও জানান, ঘটনার পর চালক পলাতক। গাড়িটিকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Link copied!