• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘ছিনিয়ে নেওয়া জঙ্গিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুঁকি আছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২, ০২:০৭ পিএম
‘ছিনিয়ে নেওয়া জঙ্গিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত ঝুঁকি আছে’

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গিকে গ্রেপ্তার না করা পর্যন্ত ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) বিপ্লব বিজয় তালুকদার।

বুধবার (২৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি এ কথা জানান। 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিপ্লব বিজয় তালুকদার বলেন, “যে দুই জঙ্গি পালিয়েছে, তাদের ছবি প্রতিটি থানায় পাঠানো হয়েছে। ঝুঁকি এড়াতে সারা দেশে পুলিশের ইউনিট ও বর্ডার নিয়ন্ত্রণে যারা রয়েছেন, তাদের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া পুলিশের সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, “দুর্ধর্ষ আসামিদের ক্ষেত্রে ডান্ডাবেড়ি পরানোর বিষয়ে আলোচনা হচ্ছে। এ বিষয়গুলো এড়ানোর জন্য সবাইকে সমন্বিত করে একটা জায়গায় আনার চেষ্টা চলছে।”

এর আগে গত রোববার দুপুরে পুরান ঢাকার আদালত থেকে পুলিশের চোখে স্প্রে করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) নেতা মইনুল হাসান শামীম ওরফে সামির ওরফে ইমরান এবং আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে ছিনিয়ে নিয়ে যান তাদের সহযোগীরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!