• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

জানুয়ারিতে কমবে ডলার-সংকট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২২, ১২:০৬ পিএম
জানুয়ারিতে কমবে ডলার-সংকট

আমদানি তদারকি জোরদার করায় আগামী দুই মাস পর দেশে ডলার-সংকট কমে আসবে। রোববার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক আলোচনায় এমন আশাবাদ উঠে এসেছে।

দেশের বর্তমান সার্বিক আর্থিক পরিস্থিতি নিয়ে গভর্নর আব্দুর রউফ তালুকদার কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে জ্যেষ্ঠ কর্মকর্তারা জানান, আমদানি তদারকি জোরদার করায় ঋণপত্র খোলার পরিমাণ কমেছে। এর সুফল পেতে আরও দুই মাস সময় লাগবে। আগামী বছরের জানুয়ারির শুরু থেকে ডলার-সংকট কমে আসবে।

মতবিনিময় সভা সূত্রে জানা গেছে, সভায় বাংলাদেশ ব্যাংক ও দেশের আর্থিক খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গভর্নর কিছু দিকনির্দেশনা দিয়েছেন।

ডলারবাজার পরিস্থিতি নিয়ে সভায় বলা হয়, ৩০ লাখ ডলারের বেশি মূল্যের আমদানি ঋণপত্র তদারকি করা হচ্ছে। এতে ঋণপত্র খোলার পরিমাণ কমে গেছে। ফলে সামনের দিনে সংকট কেটে যাবে।

Link copied!