• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৪ মুহররম ১৪৪৬

যে কারণে জামায়াতের স্বেচ্ছা গ্রেপ্তার কর্মসূচি স্থগিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫, ০৯:০৬ এএম
যে কারণে জামায়াতের স্বেচ্ছা গ্রেপ্তার কর্মসূচি স্থগিত
লোগো

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সোমবার (২৪ ফেব্রুয়ারি) বৈঠক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ওই বৈঠক অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত ওই বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

এদিকে সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে ঘোষিত অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ওই কর্মসূচি হওয়ার কথা ছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গতকাল এক বিবৃতিতে বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ২৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত ঘোষণা করা হয়েছে।’

বিবৃতিতে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, জামায়াতে ইসলামীর সিনিয়র নেতাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান তার স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচিও আপাতত স্থগিত রাখতে সম্মত হয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!